বিবিসির প্রতিবেদক মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন গাজার আল-শিফা হাসপাতালকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। কাউকে হাসপাতালটিতে ঢুকতেও দেওয়া হচ্ছে না। বের হতেও দেওয়া হচ্ছে না। এমনকি হাসপাতালের ভেতরেই এ ভবন থেকে ও ভবনে যাওয়াও ঝুঁকিপূর্ণ। ফলে হাসপাতালের ভেতরে থাকা মৃত রোগীদের মরদেহ নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাসপাতালে অভ্যন্তরেই ১৭0 জনের মরদেহ গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের প্রাঙ্গণে শিশুসহ সবার মরদেহগুলো এক সাথে সমাহিত করা হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক। তিনি বলেছেন, ‘হাসপাতাল কমপ্লেক্সে মরদেহগুলো পড়ে ছিল। মর্গে আর কোনো বিদ্যুতও নেই।’ ‘সে কারণেই আমরা তাদের গণকবর দিতে বাধ্য হয়েছি।
হাসপাতালটির পরিচালক আরো জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণ ও বিদ্যুতের অভাবে হাসপাতালটিতে থাকা অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
হাসপাতালটির পরিচালক আরো জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণ ও বিদ্যুতের অভাবে হাসপাতালটিতে থাকা অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস