বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮-এ যোগ দিতে বর্তমানে দুবাইতে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। খবর পিটিআইয়ের।
সাক্ষাতে দুই দেশের প্রধান নেতা দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও তেল সমৃদ্ধ দেশে ভারতীয় সম্প্রদায়ের সার্বিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন।
মোদি শনিবার এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘গতকাল দুবাইতে কপ-২৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির এইচএইচ শেখ তামিম বিন হামাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্ভাবনা ও কাতারে ভারতীয় সম্প্রদায়ের মঙ্গল নিয়ে আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে।’
দুবাইতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোদি। কারণ তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে চারটি অধিবেশনে ভাষণ দিয়েছেন, বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন ও কিছু দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস