আন্তর্জাতিক

ঢাকায় পাকিস্তানি কর্মকর্তাকে আটকের পর দূতাবাসে হস্তান্তর

পাকিস্তান দূতাবাসের কাউন্সিলের এক সহকারীকে আটকের পর দূতাবাসে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে গুলশান থেকে আটকের পর সন্ধ্যায় দূতাবাসের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় বলে সূত্র জানায়।

আবরার আহমেদ খান নামের ওই কর্মকর্তা পাকিস্তান দূতাবাসের তথ্যসচিবের ব্যক্তিগত সহকারী।

জানা গেছে, তাকে আটকের পর তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাকিস্তান দূতাবাসে ফিরিয়ে দেয়া হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সন্দেহভাজন গতিবিধির কারণে তাকে আটক করা হয়। তবে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।

যুদ্ধাপরাধের বিচার নিয়ে সম্প্রতি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। এ নিয়ে দুটি দেশের কূটনীতিকদের বহিষ্কারের ঘটনাও ঘটেছে।