আন্তর্জাতিক

মহুয়া মৈত্রকে বহিষ্কার

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। লোকসভায় ধ্বনিভোটে বহিস্কারের প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় অধিকাংশ বিরোধী দল লোকসভায় ছিল না। তারা ওয়াকআউট করে চলে যায়। তবে সব বিরোধী দল একসঙ্গে ভোট দিলেও মহুয়াকে নিয়ে সিদ্ধান্ত বদল হত না। কারণ, লোকসভায় বিজেপি ও তার শরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে।   মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি লোকসভা সাংসদ হিসেবে পাওয়া আইডি ও পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানি-সহ অন্যদের দিয়েছেন। তারা মহুয়ার নামে প্রশ্ন জমা দিয়েছেন। যেটা নিয়মানুযায়ী তারা করতে পারেন না। তাছাড়া দর্শন হীরানন্দানির কাছ থেকে তিনি অর্থ-সহ নানা সুযোগসুবিধা নিয়েছেন। অর্থের বিনিময়ে প্রশ্ন জিজ্ঞেস করেছেন মহুয়া। এথিক্স কমিটির রিপোর্টে তাই মহুয়াকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। এথিক্স কমিটির রিপোর্ট শুক্রবার লোকসভায় পেশ করা হয়। তারপর এই রিপোর্ট নিয়ে আধঘণ্টা আলোচনার পর মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব পাস হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস