আন্তর্জাতিক

সব জাহাজকে হামলার হুমকি

লোহিত সাগরে ইসরায়েল-গামী সমস্ত জাহাজকে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজার মানুষ যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায় তবে ইসরায়েলগামী যেকোনো জাহাজ তাদের হামলার লক্ষ্যবস্তু হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আলজাজিরার।   শনিবার এক বিবৃতিতে গ্রুপের হুথি মুখপাত্র বলেছেন, যদি গাজা তার প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরায়েলি ইসরায়েল-গামী সমস্ত জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি। টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। এর আগে চলতি মাসেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত এই বিদ্রোহীরা। তবে ওই হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।   এলএবাংলাটাইমস/আইটিএলএস