আন্তর্জাতিক

জার্মানিতে ইহুদি বিদ্বেষের প্রতিবাদ

জার্মানিতে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের ঘটনার প্রতিবাদ জানালেন হাজারো মানুষ। ব্রাসেলসেও প্রচুর মানুষ প্রতিবাদ জানিয়েছেন।   বার্লিনে রোববার প্রবল বৃষ্টি পড়ছিল। তবে সেই বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন প্রতিবাদ জানাতে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে গিয়ে আক্রমণ করার পর থেকে জার্মানিতে ইহুদি বিদ্বেষের ঘটনা বেড়েছে। তারই প্রতিবাদে মিছিল করেন হাজারো মানুষ। এই মিছিলের প্রধান স্লোগান ছিল, ‘এখন আর কিছুতেই নয়’। নাৎসি আমলে ইহুদিদের প্রতি অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই স্লোগান দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তিন হাজার দুইশর মতো মানুষ বিক্ষোভ করেছেন। তবে উদ্যোক্তারা বলেছেন, ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেবেন। জার্মানিতে ইহুদিদের সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আমি মনে করিনা সবকিছু হাতের বাইরে চলে গেছে। এখনো সবকিছু ঠিক করার সুয়োগ আছে। তবে প্রথমে স্বীকার করতে হবে... কয়েক বছরে বেশ কিছু ভুল হয়েছে। এটাই তো স্বীকার করা হচ্ছে না।’ জার্মানিতে সম্প্রতি বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থি সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ, অতীতে বেশ কয়েকটি সমাবেশ থেকে ইহুদি বিরোধী স্লোগান উঠেছে। তাছাড়া স্কুল, সিনাগগ ও ইহুদিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে। তবে রোববার বর্লিনে একটি ফিলিস্তিনপন্থি সমাবেশও হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে দুই হাজার পাঁচশ মানুষ যোগ দিয়েছিলেন। ব্রাসেলসেও চার হাজার মানুষ ইহুদি বিদ্বেষের প্রতিবাদ জানিয়েছেন। এর আগে লন্ডন ও প্যারিসে এই ধরনের প্রতিবাদ দেখানো হয়েছে। ব্রাসেলসের সমাবেশে যোগ দিতে আসা মানুষরা বলেছেন, ইহুদি বিদ্বেষের প্রতিবাদ জানাবার জন্য ইহুদি হওয়ার দরকার হয় না। যে কেউ এই প্রতিবাদ জানাতে পারেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস