আগামী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে আমেরিকার প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যমকে জানিয়েছে।
বাইডেনের অনুপস্থিতির কারণে জানুয়ারির চতুর্থ সপ্তাহে কোয়াডের চার সদস্য রাষ্ট্রের (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান) সম্ভাব্য বৈঠকও বাতিল হচ্ছে।
জানা গেছে, সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাইডেনকে ২৬ জানুয়ারির কর্মসূচিতে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যদিও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সে কথা জানিয়ে বলেছিলেন, আমাদের প্রেসিডেন্ট জানুয়ারির শেষপর্বে ভারত সফরের বিষয়ে বিবেচনা করছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমেরিকার তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। কিন্তু ঘরোয়া কর্মসূচির কারণে সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি ট্রাম্প। তার আগে, ২০১৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস