আন্তর্জাতিক

আল জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে রিপোর্ট করার সময় ড্রোন হামলায় নিহত হন তিনি। এ ঘটনায় তার এক সহকর্মীও আহত হয়েছেন। আল জাজিরার বরাতে এ কথা জানিয়েছে এএফপি।   আল জাজিরা জানিয়েছে, নিহত ওই ক্যামেরাম্যানের নাম সামের আবুদাক্কা। আর আহত সাংবাদিক গাজা ব্যুরো চীফ ওয়ায়েল আল-দাহদৌ। আল জাজিরার বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ায় সাংবাদিক সামের ৫ ঘণ্টারও বেশি সময় ধরে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে ছিলেন। পরে আল জাজিরা বলেছে, আল-দাহদৌ চিকিৎসার জন্য অবরুদ্ধ এলাকা ছেড়ে একটি অ্যাম্বুলেন্সে আসতে পারলেও সেখানের অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির কারণে চিকিৎসকরা যেতে পারেনি। এই পরিস্থিতিতে পরে তিনি মারা যান। এদিকে সাংবাদিক সুরক্ষা কমিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি সাংবাদিক এবং মিডিয়া স্টাফ প্রাণ হারিয়েছেন। আর গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৯ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ১০ হাজারেরও বেশি নারী ও শিশু।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস