লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ডেনমার্কের শিপিং কোম্পানি মেয়ার্স্ক। সম্প্রতি লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার পর প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত জানাল।
পানিপথে তেল ও জ্বালানি পরিবহনে জন্য লোহিত সাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি। এ রুট দিয়ে ইসরায়েল অভিমুখে যাওয়া জাহাজগুলোকে হামলার নিশানা করার হুমকি দিয়েছে হুতিরা।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ রুটে চলচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলা নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে মেয়ার্স্ক। তারা জানিয়েছে,
বৃহস্পতিবার বাব- আল-মান্দেব প্রণালীতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে একটুর জন্য বেঁচে গেছে তাদের একটি জাহাজ। শুধু তাই নয়, গতকাল শুক্রবার আরেকটি কন্টেইনার জাহাজ হামলার নিশানা হয়েছে। এরপরই মূলত ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের সব জাহাজকে বাব-আল-মান্দেব প্রণালী পাড়ি দিতে নিষেধ করেছে মেয়ার্স্ক।
বিবিসি জানায়, এই রুটে জাহাজ দক্ষিণ দিক থেকে সুয়েজ খালে পৌঁছতে পারে। এটি একটি প্রধান জাহাজ চলাচল পথ। এ পথ দিয়ে জাহাজ যেতে না পারলে জাহাজগুলোকে অনেক ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস