আন্তর্জাতিক

সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর লড়াই করা মানে গাজাকে সমতল করা: ম্যাক্রোঁ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার মানে এই নয় যে ইসরায়েল গাজায় ধ্বংসযজ্ঞ চালাবে। ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে এই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর দ্য গার্ডিয়ানের। ফ্রান্স ৫ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা এই ধারণাটি গেঁথে দিতে পারি না যে সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর লড়াই করা মানে গাজাকে সমতল করা, বেসামরিক জনগণকে নির্বিচারে আক্রমণ করা। ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলকে এই প্রতিক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কারণ এটি উপযুক্ত নয়, সকল জীবনের মূল্য একই। আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা। তিনি গাজার বেসামরিকদের সুরক্ষা ও মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের আত্মরক্ষা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার অধিকারও স্বীকার করেছেন তিনি। হামাস বুধবার বলেছে, গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ম্যাক্রোঁ বারবার ইসরায়েলের প্রচারণা চালানোর সমালোচনা করেছেন। তিনি এই মাসের শুরুর দিকে সতর্ক করে বলেছিলেন, হামাসকে নির্মূল করার লক্ষ্যে পৌঁছাতে এক দশক সময় লাগতে পারে। ফলে এ অঞ্চলের সকল জনমতের অসন্তোষও সৃষ্টি হতে পারে। দুবাইতে কপ-২৮ জলবায়ু সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেছিলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত গাজায় তাদের লক্ষ্যগুলো আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা। একটি সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের নামে বেসামরিকদের ওপর বোমা ফেলা নয়। তিনি দুবাইতে বলেছিলেন, ‘আমরা এমন এক মুহুর্তে আছি যেখানে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের উদ্দেশ্য ও কাঙ্ক্ষিত চূড়ান্ত রাষ্ট্রকে আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে। হামাসের সর্বাত্মক ধ্বংস কি সম্ভব বলে কেউ মনে করেন? যদি তাই হয় তবে যুদ্ধ ১০ বছর স্থায়ী হবে। কেউ কীভাবে এই উদ্দেশ্যটিকে গুরুত্ব সহকারে সংজ্ঞায়িত করতে পারে।’ ম্যাক্রোঁর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়ে একটি সুস্পষ্ট নীতি অনুসরণে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

.