এমন একজন সাবেক রাষ্ট্রপতির কথা আমি ভাবতে পারিনা যার কিনা ফৌজদারি মামলা থেকে মুক্ত থাকা উচিত। সম্প্রতি এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আরটির।
২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানি দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের আওতায় আনা যেতে পারে কিনা এই মামলার শুনানি করতে সুপ্রিম কোর্ট অস্বীকার করার পরে এমন মন্তব্য করেছেন বাইডেন।
শনিবার বাইডেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘কোনও রাষ্ট্রপতিকে’ ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা করা উচিত কিনা। তখন বাইডেন উত্তর দেন তিনি এসন কিছুর কথা ভাবতেও পারেন না।
আগেরদিন মার্কিন সুপ্রিম কোর্ট ক্যাপিটল হিলে ৬ জানুয়ারি, ২০২১ সালের দাঙ্গার আগে তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতার কারণে ট্রাম্পের বিচার করা যেতে পারে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য সরকারি আইনজীবী জ্যাক স্মিথের একটি আবেদন প্রত্যাখ্যান করেছিল।
স্মিথ অভিযোগ করেছেন, ট্রাম্পের বক্তৃতা দাঙ্গায় উস্কানি দিয়েছিল। আগস্ট মাসে ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে প্রতারণা করার ষড়যন্ত্র, অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র ও অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন তিনি।
ট্রাম্পের আইনজীবীদের ভাষ্য, এই ধরনের বক্তৃতা রাষ্ট্রপতি হিসেবে তার অফিসিয়াল দায়িত্বের এর অংশ ছিল। তাই তিনি আইনি সাজা থেকে মুক্ত। ট্রাম্প নিজেই স্মিথের মামলাটিকে ‘২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য বাইডেন ক্রাইম পরিবার ও তাদের অস্ত্রযুক্ত বিচার বিভাগ দ্বারা করুণ প্রচেষ্টা’ হিসেবে খারিজ করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস