গায়ানা উপকূলে গতকাল শুক্রবার পৌঁছেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। এতে তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের দাবি নিয়ে ভেনিজুয়েলা ও গায়নার মধ্যে চলমান বিরোধ আরও তীব্র আকার ধারণ করছে।
এর আগে নিজেদের সাবেক ঔপনেবিশেকের সমর্থনে ব্রিটেনের যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার সাড়ে পাঁচ হাজারেরও বেশি সৈন্যকে গায়ানা সীমান্তে একটি প্রতিরক্ষামূলক মহড়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে ভেনিজুয়েলার এ সামরিক মহড়াকে অযৌক্তিক এবং তা বন্ধের দাবি জানিয়েছে ব্রিটেন।
এদিকে ভেনিজুয়েলা ও গায়নার সঙ্গে সীমান্ত থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা শুক্রবার উভয়পক্ষকে সংযম এবং সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ক্যারিবিয়ায় চলতি মাসের প্রথম দিকে মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এক বৈঠকে বসে বিরোধ নিষ্পত্তিতে বল প্রয়োগ না করার অঙ্গীকার করে একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস