আন্তর্জাতিক

ইসরায়েলকে হুমকি হিজবুল্লাহ প্রধানের

টিভিতে দেয়া ভাষণে ইসরায়েলকে হুমকি দিলো হিজবুল্লাহর প্রধান। বুধবার (৪ জানুয়ারি) দ্যা টাইম্‌স অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ভাষণে বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরায়েলের বিপর্যয়ের কারণ হবে। তিনি আরও বলেন, যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কোনো রকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম না মেনে, কোনো বিধিনিষেধ না মেনে, সীমাহীনভাবে যুদ্ধ করব। আমরা যুদ্ধকে ভয় পাই না।’ ভাষণ দেয়ার একদিন আগেই বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আরৌরির মৃত্যু হয়েছে। তারপরই ইসরায়েলকে হুমকি দিলেন নাসরাল্লাহ। আরৌরি ছিলেন হামাস ও হেজবোল্লাহের মধ্যে যোগাযোগের সেতু। অন্যদিকে হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি,ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ। হিজবুল্লাহ নেতা জানিয়েছেন, ‘আরৌরির মৃত্যু একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি এর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। অবশ্য ইসরায়েল এখনো জানায়নি, তারাই ওই ড্রোন আক্রমণ করেছিল কিনা। ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল একাধিকবার একে অন্যের দিকে রকেট আক্রমণ করেছে। গাজা নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলো জার্মানি ও ফ্রান্স। দুই মন্ত্রী বলেছিলেন, ‘এই যুদ্ধের ফলে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করা হতে পারে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, আমরা কঠোরতম ভাষায় দুই মন্ত্রীর বক্তব্য খারিজ করছি।’ এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ওই দুই মন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং উত্তেজনা-সৃষ্টিকারী।’ ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেলও বলেছেন, ‘মন্ত্রীদের বক্তব্য আন্তর্জাতিক আইন-বিরোধী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস