আন্তর্জাতিক

লোহিত সাগরে ফের হুথির হামলা

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর একের পর এক হুঁশিয়ারি উপেক্ষা করে লোহিত সাগরে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। মার্কিন নৌ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরক বোঝাই হুথিদের একটি নৌকা গতকাল বৃহস্পতিবার বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। খবর রয়টার্সের।   হুথিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ১২ দেশের জোট ঘোষণার পরেই সবশেষ এ হামলার ঘটনা ঘটল। জোটটি এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি বার্তা দিয়েছিল, লোহিত সাগরে হুথিরা তাদের হামলা না থামালে চরম পরিণতি ভোগ করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলেও তারাও এ হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যে নৌ বাহিনীর নেতৃত্বে থাকা ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, হুথিদের বিস্ফোরক নৌকাটি প্রায় ৮০ কিলোমিটার লোহিত সাগরে চলে যায় এবং তারপরে ঘন শিপিং লেনগুলোতে বিস্ফোরণ ঘটে। তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি হুথিরা। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবে এরপরেও গাজায় হামলার পরিমাণ কমায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে হুথিরাও বলেছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা তাদের আক্রমণ থামাবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস