আন্তর্জাতিক

পশ্চিমাদের পাত্তা দিচ্ছে না হুথি

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর হুঁশিয়ারি কোনো পাত্তাই দিচ্ছে না ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে রাতভর হুথি গোষ্ঠী সবচেয়ে বড় হামলা চালিয়েছে। তবে এই হামলা প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।   মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুথি গোষ্ঠী লোহিত সাগরে অন্তত ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র চারটি যুদ্ধজাহাজ ও জেট দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে সবশেষ এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুথি। হুথিরা সতর্ক করে আসছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী সকল জাহাজে তারা হামলা চালাবে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া লোহিত সাগরে হুথিদের এটি ২৬তম হামলা। স্থানীয় সময় গতকাল ৯টা ১৫ মিনিট নাগাদ হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের দক্ষিণে সর্বশেষ এসব হামলা চালানো হয়েছে। হুথিদের ছোড়া ১৮টি ড্রোন, দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। গাজায় হামাসের বিরুদ্ধে সহসাই এ অভিযান থামছে না বলে জানিয়েছে ইসরায়েল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস