আন্তর্জাতিক

স্বতন্ত্র নির্বাচন করবে পিটিআই

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) যদি সব পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে পিটিআই স্বতন্ত্র নির্বাচন করবে। নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নেওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পিটিআই। খবর জিও নিউজের।   শনিবার রাতে গওহর আলি খান বলেছেন, নির্বাচনী প্রতীক বাতিল করায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন। তিনি বলেন, আমরা একটি শক্তিশালী দল। পিটিআইয়ের সব প্রার্থী নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রার্থীদের নির্বাচনের প্রতীক সহ একটি তালিকা প্রকাশ করবো আমরা। রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দী। সেখান থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন ব্যারিস্টার গওহর আলি খানকে। যেহেতু পিটিআইয়ের এখন কোনো একক প্রতীক নেই, তাই তাদের প্রতীক নিয়ে বা কে পিটিআইয়ের প্রার্থী তা নিয়ে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে। এর আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ বাতিল করে দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস