আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গত শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটায় সিনপো বন্দরের কাছে এই ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা বা ধরণ এখনো স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে। খবর বিবসির। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক অস্ত্রধারী কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত বুধবারও উত্তর কোরিয়া পুলওয়াসাল-৩-৩১ নামের নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, 'আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার উস্কানি পর্যবেক্ষণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।' উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাম্প্রতিক সময়ে দিকনির্দেশনা ও বক্তব্যে আক্রমণাত্মক হয়ে উঠেছেন। বেশ কিছু শান্তিচুক্তির অবসান ঘটিয়ে সামরিক পদক্ষেপ বাড়াচ্ছেন তিনি। কিম জং উন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা করেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবার এক হওয়ার লক্ষ্য শেষ হয়ে গেছে এবং দক্ষিণ এখন তাদের প্রধান শত্রু। এতে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার ক্ষমতা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ইওন সুক ইওল তার মন্ত্রিসভাকে বলেছিলেন, উত্তর যদি কোনো উস্কানি দেয়, দক্ষিণ তার কয়েকগুণ শক্তিশালী প্রতিশোধ নেবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস