আন্তর্জাতিক

ইরানে হামলার চালানোর নির্দেশ দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

ইরান-সমর্থিত বিদ্রোহীগোষ্ঠির বিরুদ্ধে একাধিক দিন ধরে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর গার্ডিয়ান।   মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওই অঞ্চলে যে সব ড্রোন আমেরিকার ওপর হামলা করছে সেগুলোই ইরানের প্রস্তুতকৃত। সিরিয়া এবং ইরাকের বিদ্রোহীগোষ্ঠিদের দমনে এই প্রতিশোধমূলক হামলা চালানো হবে। গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪১ জন হওয়ার জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত বিদ্রোহীগোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকে ইসলামিক রেসিসটেন্স নামের এই বিদ্রোহী গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে। তবে ইরান এ হামলা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। গতবছর ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস