আন্তর্জাতিক

স্পেনে ১৪ তলা ভবনে আগুন

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি উঁচু আবাসিক ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর নগরীর কাম্পানা এলাকায় ১৪তলা একটি ভবনে আগুন লাগে। এরপর দ্রুত তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো ১৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অগ্নিনির্বাপক কর্মীরাদের ভবনের বারান্দা থেকে লোকদের উদ্ধার করতে দেখা গেছে। ছয় দমকলকর্মী এবং এক শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রবল বাতাসে এবং ভবনটির আচ্ছাদনের জন্য ব্যবহার করা অত্যন্ত দাহ্য উপাদানগুলোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
২০ টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দ্রুত এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়।

ভবনটিতে মোট ১৩৮টি ফ্ল্যাট রয়েছে এবং এতে ৪৫০জন বাসিন্দা ছিল বলে ভবনের ম্যানেজারের বরাত দিয়ে সংবাদপত্র এল পাইস জানিয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা ক্রেন ব্যবহার করে বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করেছে। আগুনটি ১০ মিনিটের মধ্যে ছড়িয়ে বলে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস