আন্তর্জাতিক

কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’:ম্যাক্রোঁ

যুদ্ধের দুই বছর পেরিয়ে গেল রাশিয়া-ইউক্রেন। কিন্তু সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। না ইউক্রেন না রাশিয়া, না তাদের কোনো মিত্র, কারো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনো চিহ্নমাত্র নেই।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি পৃথক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া যেন ইউরোপীয়দের কোনো ক্লান্তির উপর নির্ভর না করে।

শনিবার ভোরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ‘ইউরোপীয়দের কোনো ক্লান্তির উপর ভরসা না করার’ ব্যাপারে সতর্ক করে প্রতিশ্রুতি দিয়েছেন কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’। রাশিয়ার ইউক্রেন আক্রমণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক্স-এ এক বার্তায় ম্যাক্রোঁ লিখেছেন, ইউক্রেন বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, আমাদের ইউরোপের জন্য লড়াই করছে। ইউক্রেনের পক্ষে আমাদের প্রতিশ্রুতির ‘পরিবর্তন হবে না। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস