আন্তর্জাতিক

আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে: বাইডেন

ইসরায়েল-হামাস যুদ্ধে আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। কাতারে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় অগ্রগতির ভিত্তিতে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

বাইডেন বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি।

গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তার পর থেকে ইসরায়েলি হামলায় ওই অঞ্চলে অন্তত ২৯ হাজার ৭৮২ জন নিহত হয়েছে, যার মধ্যে শুধু রোববারই নিহত হয় ৯০ জন। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের বন্দুকধারীরা প্রায় ১২শ লোককে হত্যা করার পর ইসরায়েল ব্যাপক হারে বিমান ও স্থল অভিযান শুরু করে গাজায়। হামলাকারীরা ২৫৩ জনকে জিম্মি করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস