আন্তর্জাতিক

নোবেল বিজয়ী নার্গিসকে বাবার দাফনে যেতে দেয়নি কর্তৃপক্ষ

ইরানের কারাবন্দী নোবেল বিজয়ী নার্গিস মোহম্মদীকে তার বাবার দাফনে যোগ দিতে দেয়নি কর্তৃপক্ষ। মঙ্গলবার তারা বাবা মারা গেছেন। তার পরিবার বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি।   নার্গিসের বাবা করিম মোহাম্মদী প্রায় দুই বছরএলএবাংলাটাইমস/আইটিএলএস ধরে তার মেয়েকে দেখেননি। মঙ্গলবার তিনি ৯০ বছর বয়সে মারা যান। বৃহস্পতিবার তাকে তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান শহরে সমাহিত করা হয়।  মোহাম্মদীর পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘হৃদয়বিদারকভাবে, নার্গিস মোহাম্মদীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার এবং তার বাবাকে শেষ বিদায় জানানোর সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ইরানে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি গত দুই দশকের বেশিরভাগ সময় জেলে ও দেশের বাইরে কাটিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস