আন্তর্জাতিক

ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো হবে : ফরাসি প্রেসিডেন্ট

রাশিয়ার সাথে যুদ্ধে কিয়েভকে সাহায্য করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনে ন্যাটো সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবের ঘটনায় ইউরোপীয় কর্মকর্তাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই অনুরোধে তারা সাড়া দেবে না। ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় কিয়েভের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলির ব্যাপক সমর্থন সত্ত্বেও, বর্তমানে ইউক্রেন আর্থিক এবং সামরিক দিক থেকে চরম সংকটে রয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎয এ প্রসঙ্গে বলেছেন, 'ইউক্রেন ভূখণ্ডে কোনও স্থল বাহিনী থাকবে না। ইউরোপীয় দেশগুলো থেকে কোনও সৈন্য সেখানে পাঠানো হবে না।' উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো'র মহাসচিব জেনস স্টলটেনবার্গও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন- ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো ইচ্ছা ন্যাটো জোটের নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস