আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় ৪০ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবারের এই হামলায় আহতের সংখ্যাও অন্তত ৩০ এবং এর বেশিরভাগই শিশু।

তবে বিমান হামলা ঠিক কারা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। গত বছরের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬ হাজার মানুষ নিহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত সানার উত্তর পূর্ব‌াঞ্চলের একটি এলাকায় বিমান হামলা চালানো হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করে, সৌদি জোটই বিমান হামলা চালিয়েছে।