আন্তর্জাতিক

ত্রাণ নিয়ে মিশরের পথে তুরস্কের জাহাজ

তুর্কি রেড ক্রিসেন্টের সরবরাহকৃত তিন হাজার টন খাদ্য, ওষুধ ও অন্যান্য সাহায্য নিয়ে একটি জাহাজ মিশরের দিকে যাত্রা করছে। মিশরীয় রেড ক্রিসেন্টের সমর্থন ও সহযোগিতায় এই সহায়তা গাজায় পৌঁছানো হবে। খবরে বলা হয়েছে, তুরস্কের এই সহায়তা রমজানের প্রাক্কালে ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার আশা যোগাবে। রাষ্ট্রদূত সেলিহ মুতলু সেন বলেন, জাহাজটি তুরস্কে ফিরে আসার পর পুনরায় ভরাট করে গাজায় পাঠানো হবে। আগামী ২৬ মার্চ জাহাজটি ফিরে আসতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস