আন্তর্জাতিক

দেশে-দেশের বাইরে স্বাধীনতা আক্রমণের মুখে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশে-দেশের বাইরে স্বাধীনতা-গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে। গণতন্ত্র রক্ষায় আইনপ্রণেতাদের এক হওয়ার আহ্বানও জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের বাৎসরিক ভাষণে বাইডেন এসব কথা বলেন। এ সময় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কড়া সমালোচনা করে বাইডেন বলেন, তার এই অবস্থান বিপজ্জনক-অগ্রহণযোগ্য। ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। এদিকে, ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। তাই আমরা সরে যাব না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস