আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭৫ জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এসব শিশুদের অধিকাংশের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের অপহরণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নিখোঁজ শিশুদের সন্ধানে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে কর্তৃপক্ষ। দেশটির কাদুনা রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তারার বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) কুরিগা স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ঠিক কতজন শিশু অপহরণ হয়েছে, তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। শুক্রবার রাজধানী আবুজা থেকে আল-জাজিরার ফিদেলিস এমবাহ জানান, স্কুল কর্তৃপক্ষ রাজ্যের গভর্নরকে জানিয়েছে, অপহৃত শিক্ষার্থীদের মধ্যে ২৫ জনকে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ২৭৫ জন এখনও নিখোঁজ রয়েছে। শিশুদের উদ্ধারের জন্য একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে ১৭৫ জনের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। অভিভাবক ও বাসিন্দারা অপহরণের জন্য এলাকায় নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস