আন্তর্জাতিক

নেতানিয়াহু ইসরায়েলের ক্ষতি করছেন: বাইডেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে তার যুদ্ধপদ্ধতিতে ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ক্ষতি বেশি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট হামাসকে দমন করার জন্য ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি নেতানিয়াহুর গৃহীত পদক্ষেপের ফলে নিরপরাধ মানুষের মৃত্যুর ব্যাপারে আরও সাবধান হওয়ার আহ্বান জানান তিনি। বাইডেন গাজায় এত মৃত্যুর সমালোচনা করে বলেছেন, ইসরায়েল চরম ভুল করছে। গাজার রাফাহ শহরে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন তার জন্য চূড়ান্ত সতর্ক রেখা। রাফাহতে ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তবে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র সরবরাহও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, এটা চূড়ান্ত সতর্ক রেখা। কিন্তু কোনোভাবেই আমি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করব না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও ঝুঁকিপূর্ণ। তাই ইসরায়েলকে রক্ষায় অস্ত্র সরবরাহসহ সকল সহায়তা করব আমরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস