আন্তর্জাতিক

ফের নির্বাচিত হতে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভোটারদের বিপুল সমর্থনের আশা করছেন।। দুই বছরেরও বেশি সময় ধরে স্বঘোষিত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়েও ইউক্রেন পুরোপুরি দখল করতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পশ্চিমা বিশ্বের বিশাল মদত সত্ত্বেও রুশ বাহিনীকে দেশছাড়া করতে পারেনি ইউক্রেন। মার্কিন সহায়তা থমকে যাবার কারণে রাশিয়া বর্তমানে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেন আরো চাপের মুখে পড়বে বলে পুতিন আশা করছেন। এমনই প্রেক্ষাপটে তিনি চলতি সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে আরো ছয় বছরের জন্য নির্বাচিত হয়ে নিজের অবস্থান জোরালো করার উদ্যোগ নিচ্ছেন। ১৫ থেকে ১৭ই মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখার আয়োজন করেছেন ভ্লাদিমির পুতিন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস