আন্তর্জাতিক

পর্তুগাল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয়

পর্তুগালের সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থি রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) জয় লাভ করেছে। দলটি শতকরা ২৯ শতাংশ ভোট নিয়ে ২৩০ আসনের সংসদ নির্বাচনে ৭৯টি আসন পেয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বি এবং বর্তমান ক্ষমতাশীন দল সোসালিস্ট পার্টিও ২৯ শতাংশ ভোট পেয়েছে তবে তাদের আসন সংখ্যা ৭৭টি। ফলে দেশটিতে আবারও জোট সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল। রবিবারের সাধারণ নির্বাচনে জয়ী লুইস মন্টেনিগ্রো বলেছেন, ‘পর্তুগিজরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। যদিও এডির জয়ের ব্যবধান খুব সামান্য।’সোশ্যালিস্ট পার্টি নিজেদের পরাজয় মেনে নিয়ে সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সরকার গঠনে চরম ডানপন্থী দল চেগার সঙ্গে জোট গঠন করতে হবে বলে জানিয়েছেন এডি নেতা লুইস মন্টেনিগ্রো। চলতি মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতেই নতুন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস