আন্তর্জাতিক

কে এই আসিফা ভুট্টো?

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তার মেয়ে আসিফা ভুট্টোকে দেশের ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি সোমবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। আনুষ্ঠানিকভাবে ফার্স্ট লেডি ঘোষণার পর আসিফা ভুট্টো ফার্স্ট লেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। আসিফ আলি জারদারি যদি সত্যিই ফার্স্ট লেডি হিসেবে তার মেয়ের নাম ঘোষণা করেন, তবে পাকিস্তান ঐতিহ্য ভেঙে নতুন ধারায় প্রবেশ করবে। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রীই ফার্স্ট লেডি হন। কিন্তু ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর আর বিয়ে করেননি তিনি। তাই এবার মেয়ে আসিফাকে ফার্স্ট লেডি করবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য সাবেক সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান ১৯৫৮ সালে রাষ্ট্রপতি হওয়ার পর তার মেয়ে নাসিম আওরঙ্গজেবকে ফার্স্ট লেডি হিসাবে ঘোষণা করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে রাষ্ট্রপতি বিপত্নীক হওয়ার পর তাদের মেয়ে, বোন এবং এমনকি ভাতিজিকে তাদের ফার্স্ট লেডি ঘোষণা করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস