আন্তর্জাতিক

ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনি নিহত

গাজা সিটিতে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। বুধবার সন্ধ্যায় উত্তর গাজা শহরের কুয়েত গোলচত্বরে ফিলিস্তিনিরা ত্রাণের জন্য যাচ্ছিল। তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায় বলে বাসিন্দারা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে মন্তব্য করেনি। গাজা যুদ্ধের কারণে প্রায় ২৩ লাখ জনসখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে। ত্রাণ বিতরণে বিশৃঙ্খল দৃশ্য ও মারাত্মক ঘটনা ঘটেছে। গাজার ক্ষুধার্ত মানুষ মরিয়া হয়ে খাদ্যের জন্য ছুটছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস