আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিআই)। এবারের নির্বাচন মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত। ফল ঘোষণা করা হবে ৪ জুন। শনিবার এ ঘোষণা দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পাশাপাশি, ভারতের নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের ভোটের তারিখও ঘোষণা করেছে। রাজ্য বিধানসভা নির্বাচনের সূচি—অরুণাচল প্রদেশ: ১৯ এপ্রিল, অন্ধ্রপ্রদেশ: ১৩ মে, ওড়িশা: ১৩ ও ২০ মে এবং সিকিম: ১৯ এপ্রিল। বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন হাউজ গঠন করতে হয়। একই সঙ্গে অন্ধ্র প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও ওড়িশার বিধানসভাগুলো জুনে বিভিন্ন তারিখে তাদের মেয়াদ শেষ করতে চলেছে। নির্বাচনের ধাপ সম্পর্কে সিইসি রাজীব কুমার বলেন, ‘আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে, যা কয়েকটি মহাদেশের সম্মিলিত ভোটারের চেয়েও বেশি। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্র, দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন।’ তিনি আরও বলেন, ‘আমাদের ১ কোটি ৮০ লাখ নতুন ভোটার এবং ২০ থেকে ২৯ বছর বয়সী প্রায় সাড়ে ১৯ কোটি ভোটার রয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস