আন্তর্জাতিক

নিরাপত্তাচৌকিতে হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলী এলাকায় একটি নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছেন। এসময় পাল্টা হামলায় ৬ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এ তথ্য জানিয়েছে। সামরিক বাহিনীর মিডিয়া শাখার মতে, এদিন ছয়জন সন্ত্রাসীর একটি দল উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীতে একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। সেনারা অনুপ্রবেশের প্রাথমিক চেষ্টাকে ব্যর্থ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চৌকিতে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে এবং একটি ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে পাঁচজন নিহত হয়। প্রাথমিক আক্রমণে নিহতদের মধ্যে রয়েছেন জেলা খাইবারের বাসিন্দা হাবিলদার সাবির, নায়েক খুরশিদ, সিপাহি নাসির, রাজা ও সাজ্জাদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস