আন্তর্জাতিক

ভোটাভুটির শেষ দিনে বিক্ষোভকারীদের গ্রেপ্তার

ভোটাভুটির শেষ দিনে রাশিয়ার বিভিন্ন শহর থেকে প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কাজান শহরে অন্তত ২৩ জন, মস্কোতে ১০ জন এবং সেন্ট পিটার্সবার্গে ৫ জন রয়েছেন। খবর বিবিসির আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ওভিডি-ইনফো জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে রাশিয়াজুড়ে ৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া জার্মানির রাজধানী বার্লিনে রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দুপুর থেকে সেখানে একটি বিক্ষোভে অংশ নেন। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এক্স-এ নাভালনায়ার লোকজনের সঙ্গে ছবি পোস্ট করেছেন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ায় ভোটের প্রথম দুই দিনে ভোটকেন্দ্রে কয়েক ডজন ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশজুড়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বেশিরভাগ স্পষ্টভাষী সমালোচক নির্বাসনে, কেউবা কারাগারে কিংবা এখন মৃত। তাই রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনই পুনরায় নির্বাচিত হবেন বলে মনে করা হচ্ছে। অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া জার্মানির রাজধানী বার্লিনে রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দুপুর থেকে সেখানে একটি বিক্ষোভে অংশ নেন। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এক্স-এ নাভালনায়ার লোকজনের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস