আন্তর্জাতিক

ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন মনে করেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যে রুশ সেনারা পরাজিত করতে পারে। পলিটিকোর ফরাসি সংস্করণ বুধবার এ খবর জানিয়েছে। খবর অনুসারে, সংবাদমাধ্যমটির প্লেবুক বিভাগ প্রেসিডেন্টের দলের বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বলেছে। তারা আগের সন্ধ্যায় এলিসি প্রাসাদে একটি ওয়ার্কিং ডিনারে অংশ নেয়। অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা হয় আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনক নিয়ে। তবে সেখানে উঠে আসে ইউক্রেন সংঘাতের বিষয়টিও।
ম্যাক্রোঁনের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানায়, ‘ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে।’ রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের পক্ষে লড়াইরত বেশ কয়েকজন ফরাসি নাগরিক নিহত হওয়ায় ম্যাক্রোঁন ইউক্রেন সম্পর্কে তার জ্বালাময়ী বক্তব্য জোরদার করেছেন। ফেব্রুয়ারির শেষের দিকে প্যারিসে ইইউ নেতাদের এক বৈঠকে তিনি ইউক্রেনে ন্যাটোর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস