আন্তর্জাতিক

একদিনের জাতীয় শোক ঘোষণা রাশিয়ায়

মস্কোয় একটি কনসার্ট হলে প্রাণঘাতী হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলাকে 'বর্বরোচিত সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করে একদিনের জাতীয় শোক ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৩ মার্চ) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘আমি আজ রক্তাক্ত। বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলছি...যার শিকার কয়েক ডজন নিরপরাধ মানুষ। শান্তিপূর্ণ মানুষ ছিল সবাই। আমি ২৪ মার্চকে জাতীয় শোকের দিন হিসেবে ঘোষণা করছি। পুতিন বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের যে চারজন অপরাধী মানুষকে গুলি করে হত্যা করেছিল, তাদের সবাইকে আটক করা হয়েছে। তারা ইউক্রেনের দিকে যাচ্ছিল...।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এই অপরাধের পেছনে থাকা সকল অপরাধী, সংগঠক ও পরিকল্পনাকারীকে ন্যায়সঙ্গত ও অনিবার্য শাস্তি দেওয়া হবে। তারা যেই হোক, যে তাদের পথ দেখাক। আমি আবারও বলছি, যারা সন্ত্রাসীদের পেছনে রয়েছে, যারা রাশিয়া ও আমাদের জনগণের ওপর এই নৃশংসতা হামলার প্রস্তুতি নিয়েছে তাদের সবাইকে আমরা চিহ্নিত করবো এবং শাস্তি দেবো।’ এদিকে, মস্কোতে কনসার্ট হলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। বার্তা আদান-প্রদান অ্যাপ টেলিগ্রামের এক পোস্টে কমিটি জানায়, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কনসার্ট ভেন্যুতে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় সেখানে আরও কিছু লাশ খুঁজে পাওয়া যায়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস