আন্তর্জাতিক

৩৫ জলদস্যুকে মুম্বাই পুলিশের হাতে হস্তান্তর

লোহিত সাগরের কাছে অপারেশন চালিয়ে আটক করা সোমালি ৩৫ জলদস্যুকে মুম্বই পুলিশের হাতে শনিবার হস্তান্তর করেছে ভারতীয় নৌবাহিনী।

লোহিত সাগরে ১০০ দিন দলদস্যু বিরোধী অভিযান চালানোর পর এ ঘটনা ঘটলো। প্রায় এক দশক পর প্রথমবারের মতো আবার ওই অঞ্চলে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অনলাইন এশিয়া ওয়ান এ খবর দিয়ে বলছে, অ্যাডেন উপসাগর ও উত্তর আরব সাগর অঞ্চলে সবচেয়ে বড় শক্তি ভারত। তিন মাস আগে সোমালিয়া উপকূল থেকে হাইজ্যাক হওয়া মালটার কার্গো জাহাজ এমভি রুয়েন দস্যুদের পরাস্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় ভারত।

এক্ষেত্রে ওই অঞ্চলে ইয়েমেনের বিদ্রোহী হুতিদের আক্রমণ নস্যাৎ করার জন্য যেসব পশ্চিমা বাহিনী উপস্থিত আছে, তার ফলে নিয়ন্ত্রণ নেয়া সহজ হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস