আন্তর্জাতিক

দুর্নীতি মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট আটক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাবে আটক করেছে পুলিশ। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসে বড় ধরনের জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তাকে তার বাড়ি থেকে আটক করেছে ফেডারেল পুলিশের সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

২০১১ সালে ক্ষমতা ছাড়েন লুলা। তিনি কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন।

পেট্রোবাসের দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায়, যা অপারেশন কার ওয়াশ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। পুলিশ বলেছে, তাদের কাছে প্রমাণ আছে যে লুলা অবৈধ ঘুষ লেনদেনের টাকা গ্রহণ করেছেন।

কর্মকর্তারা জানান, প্রায় ২০০ ফেডারেল পুলিশ ৩৩টি সার্চ ওয়ারেন্ট ও ১১টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে একযোগে রিও ডি জেনিরো. সাও পাওলো ও বাহিয়া রাজ্যে অভিযান চালিয়েছে।

সাও পাওলোর নিকটে সাও বার্নারডিও দো ক্যাম্পোতে লুলার বাড়িতে শুক্রবার প্রত্যুষে অভিযান চালানো হয়।

এ সময় তার প্রতিষ্ঠানের সদর দপ্তর, তার স্ত্রী মারিসা ও সন্তানদেরও টার্গেট করা হয়।

পেট্রোবাসের ঘুষ কেলেঙ্কারিতে এখন পর্যন্ত কয়েক ডজন  কর্মকর্তা ও রাজনীতিক গ্রেপ্তার অথবা সন্দেহভাজন হিসেবে  তদন্তাধীন আছেন।