আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে চমক দিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে তাদেরকে সাথে নিয়ে রাম্পে (ramp) হেঁটে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এবার তারকা প্রচারকেরদের (star campaigners) নাম ঘোষণাতেও টেক্কা দিল তৃণমূল। লোকসভা নির্বাচনে প্রার্থীদের হয়ে কোন কোন তারকারা প্রচারণায় অংশ নেবেন তার একটি তালিকা দলের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। মোট ৪০ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে শাসক দল। সেই নামের তালিকা নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে। সেই তালিকায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি,দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা দলের মুখপাত্র কুণাল ঘোষ এর মত রাজনীতিবিদরা যেমন রয়েছেন। তেমনি বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সৌরভ দাস, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক-গায়িকা অদিতি মুন্সি, সাংসদ-অভিনেতা দীপক অধিকারী (দেব), সাংসদ-অভিনেতা শতাব্দী রায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, দলের যুবনেত্রী-অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেত্রী জুন মালিয়া সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, ইউসুফ পাঠান'এর মতো সেলেবরাও প্রচারকের তালিকায় রয়েছেন।

তবে তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হয়নি বিদায়ী দুই সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের। এমনকি গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতলেও এবার মিমি এবং নুসরাত কাউকেই প্রার্থী করেনি তৃণমূল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস