আন্তর্জাতিক

ভারতের গ্যাংস্টার রাজনীতিবিদ মুখতারের মৃত্যু

ভারতে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মুখতার আনসারি উত্তরপ্রদেশের বান্দা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় কারাগারে অজ্ঞান হয়ে পড়লে তাকে উত্তরপ্রদেশের রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুখতারের মৃত্যুর পর হাসপাতালের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। পূর্ব উত্তর প্রদেশের বান্দা, মাউ, গাজিপুর এবং বারানসি জেলায়ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পরিবারের অভিযোগ, কারাগারে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, জেলে থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাকে গাজিপুরের বান্দা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। গত মঙ্গলবারও পেটের যন্ত্রণায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খবরে আরো বলা হয়, ইফতারের পরই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। পেটের ব্যথা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদরোগে তার মৃত্যু হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস