আন্তর্জাতিক

ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা

ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা। এই ধাপের নির্বাচনে ১৩ রাজ্যের ৮৮ আসনে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে ঘটেছে এক বিরল ঘটনা। এক ভোটার বরের সাজে হাজির হয়েছেন ভোট দিতে। মহারাষ্ট্রের অমরাবতীতে এই ঘটনা ঘটেছে। খবর ভারতের সংবাদ সংস্থা এএনআই নিউজের। জানা গেছে, ওই ভোটারের নাম আকাশ। নিজের পরিবারের সঙ্গে ভোট দিতে এসেছেন তিনি। আকাশ জানান, আজ দুপুর দুইটার সময় তার বিয়ের লগ্ন। একই এলাকায় অন্য একজনকেও বরের সাজে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে দেখা গেছে। তবে তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
দ্বিতীয় ধাপের এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন  ১ হাজার ১৯৮ জন প্রার্থী। সাত ধাপে লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ৫৫ লাখ ইলেকট্রনিং ভোটিং মেশিন ব্যবহার করে ৯৬ কোটি ৯০ লাখ নিবন্ধিত ভোটার ভোট দেবেন। এর আগে, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। সেই পর্বে মোট ২১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২ টি কেন্দ্রে লড়াই হয়। প্রথম দফায় মোট ভোটার ছিল ১৬ কোটি ৬৩ লাখ। তৃতীয় ধাপের ভোট হবে ৭ মে। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে। এলএবাংলাটাইমস/আইটিএলএস