আরও দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে দ্বিতীয়টি সম্ভবত বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার নতুন করে সামরিক মহড়ার জবাব আক্রমণাত্বক এবং অপ্রতিরোধ্যভাবে দেওয়া হবে- এমন অঙ্গীকারের পরেই উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর জাঙ্গন থেকে ১০ মিনিট ব্যবধানে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার উড়েছে এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার। তবে এসব ক্ষেপণাস্ত্র কোথায় গিয়ে পড়েছে- সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র লি সাং-জুন জানান, সম্ভবত দ্বিতীয় ক্ষেপণাস্ত্রে সমস্যা হয়েছে। দক্ষিণ কোরিয়ার অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র খুব সম্ভবত দেশটির অভ্যন্তরেই বিধ্বস্ত হয়েছে।
গত কয়েক বছর থেকেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে। তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।
এলএবাংলাটাইমস/আইটিএলএস