আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে হামলার প্রতিশোধ

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা প্রতিশোধে নিতে লেবাননের রাজধানী বৈরুতে কমপক্ষে ৪টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকালে এ হামলা চালানো হয়। 
বিবিসি ওয়াল্ড জানিয়েছে, লেবাননের রাজধানী গত তিনদিন শান্ত থাকার পর আবারও বিমান হামলা করেছে ইসরায়েল। এতে আকাশ অন্ধকার হয়ে চারদিকে ঘন ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।
গণমাধ্যমটি জানায়, প্রথমে দুটি হামলা বৈরুতের বিমানবন্দরের কাছাকাছি করে ইসরায়েল। এই বিমানবন্দর বেসামরিক ফ্লাইটের কাজে ব্যবহার করা করে লেবানন। হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে হামলায় অন্তত একটি বহুতল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস