আন্তর্জাতিক

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার লারেদো শহর থেকে ৩৫ মাইল উত্তরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাসিনোর সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত বাসের চালকসহ অন্তত ৪৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এ ঘটনার পর ওই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।