অস্ট্রিয়ার উত্তরাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মেয়র ফ্রাঞ্জ হোফার এবং আরও এক ব্যক্তি। এ ঘটনায় সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত ফ্রাঞ্জ হোফার কির্চবার্গ অব দে ডোনাউয়ের মেয়র ছিলেন। অস্ট্রিয়ার মুঝলভিয়ার্টেল অঞ্চলের আল্টেনফেলডেনে তাকে গুলি করে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর নিহত হন আরও এক ব্যক্তি।
জানা গেছে, সন্দেহভাজন অপরাধী একজন শিকারী। তিনি স্থানীয় শিকারীদের মধ্যে বেশ পরিচিত ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম