আন্তর্জাতিক

টিকিট না থাকায় মহিলাকে যাত্রীকে ধর্ষণ টিকিট চেকারের!

ট্রেনের টিকিট না কাটায় এক মহিলা যাত্রীকে ধর্ষণ করেছে টিকিট চেকার (টিসি)। ভারতের উত্তরপ্রদেশের ওই টিকিট চেকারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ফার্স্ট পোস্ট জানিয়েছে, টিকিট না থাকার সুযোগ নিয়ে চলন্ত ট্রেনেই মহিলাকে ধর্ষণ করে কর্তব্যরত টিকিট পরীক্ষক। মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবি মিনা নামের ওই টিসিকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের বরেলি থেকে জরুরি কাজে জয়পুর যাচ্ছিলেন ওই মহিলা। পথে রামপুর স্টেশনের কাছে তার কাছে আসেন ওই টিকিট পরীক্ষক। কিন্তু, টিকিট না থাকায় তাকে এসি কোচে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। আর সেখানেই তাকে ধর্ষণ করে ওই টিকিট পরীক্ষক।
জয়পুর স্টেশনে পৌঁছে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর তার অভিযোগের ভিত্তিতে ওই টিকিট পরীক্ষককে গ্রেফতার করা হয়েছে।