মুসলিম অধ্যুষিত চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে রোজা পালনে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। ওই প্রদেশের স্থানীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সংখ্যালঘু সম্পদায় রোজা পালন করতে পারবেন না। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা যাবে না। একই সঙ্গে খাবার এবং পানীয় ব্যবসা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনা মুসলিমদের সংগঠন বিশ্ব উইঘুর কংগ্রেস রোজা পালনে নিষেধাজ্ঞা অারোপের নিন্দা জানিয়েছে।
এর আগেও বেশ কয়েকবার একই ধরনের নির্দেশনা জারি করে চীন সরকার।
এতে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সংখ্যালঘু সম্পদায় রোজা পালন করতে পারবেন না। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা যাবে না। একই সঙ্গে খাবার এবং পানীয় ব্যবসা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনা মুসলিমদের সংগঠন বিশ্ব উইঘুর কংগ্রেস রোজা পালনে নিষেধাজ্ঞা অারোপের নিন্দা জানিয়েছে।
এর আগেও বেশ কয়েকবার একই ধরনের নির্দেশনা জারি করে চীন সরকার।