মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার থেকে এই শুল্কারোপ কার্যকর হতে যাচ্ছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়। তবে এনিয়ে বেজায় চটেছে চীন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার মার্কিন এই শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে। এক বিবৃতিতে চীনের এই মন্ত্রণালয় জানিয়েছে, চীন তার নিজস্ব অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
চীন ট্রাম্পের এই শুল্কারোপকে একতরফাবাদ এবং হুমকি হিসেবেও বর্ণনা করেছে। তবে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেবে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানায়, ২০২৩ সালে ৭২ হাজার ৭৭৬ জন মার্কিন নাগরিক ফেন্টানিলের কারণে মারা গেছেন। এই ফেন্টানিল সরবরাহের জন্য চীনকে দায়ী করে আসছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে চীন।
এ ছাড়াও বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ট্রাম্প যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন সেটিও মঙ্গলবার থেকে কার্যকর হতে যাচ্ছে।
ট্রাম্প বলেছেন, এই শুল্কারোপ মাদক পাচার ও অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য করবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস