লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

ক্যালিফোর্নিয়ার উইলোব্রুকে বুধবার সকালে একটি ফেডারেল অভিযানের সময় গুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের (LASD) এক মুখপাত্র জানান, ১২৬তম স্ট্রিট ও মোনা বুলেভার্ডের মোড়ে সংঘটিত এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জড়িত ছিল। LASD জানায়, সকাল ৭টার কিছু পর বর্ডার প্যাট্রোল শেরিফ বিভাগকে জানায় যে তারা ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করছে। এর অল্প সময় পরই গুলির ঘটনা ঘটে। এবিসি লস অ্যাঞ্জেলেসের সহযোগী চ্যানেল KABC-কে দেওয়া এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি জানায়, কাছাকাছি কম্পটনে শুরু হওয়া এই লক্ষ্যভিত্তিক অভিযানের উদ্দেশ্য ছিল এল সালভাদরের নাগরিক উইলিয়াম এডুয়ার্ডো মোরান কারবায়োকে গ্রেপ্তার করা। DHS-এর দাবি অনুযায়ী, তিনি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং আগে স্ত্রী বা সহবাসকারী সঙ্গীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে দু’বার গ্রেপ্তার হয়েছিলেন। DHS আরও জানায়, ২০১৯ সালে এক ইমিগ্রেশন জজ কারবায়োর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ জারি করেন। বিবৃতিতে বলা হয়, “গ্রেপ্তার এড়াতে বিপজ্জনকভাবে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি তার গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাক্কা দেন। নিজের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে মনে করে এক এজেন্ট আত্মরক্ষার্থে গুলি ছোড়েন।” গুলিতে ওই ব্যক্তি আহত হননি এবং পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়। তবে ঘটনায় একজন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) কর্মকর্তা আহত হয়েছেন। আহত কর্মকর্তার আঘাতের বিস্তারিত জানানো হয়নি। ঘটনাস্থলে ট্যাকটিক্যাল গিয়ার পরিহিত একাধিক ফেডারেল এজেন্টের পাশাপাশি শেরিফ বিভাগের ডেপুটি ও ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা উপস্থিত ছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং এ বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে।

এলএবাংলাটাইমস/ওএম